ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীর চাম্বলে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা আদায় আটক ২, ড্রেজার মেশিন ও বালু জব্দ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ০৮:৫৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো: আরিফ (২২), পিতা আবুল হোসেন ও মো: আতিকুর রহমান (১৯), পিতা মফিজুর রহমান নামে ২ জনকে গ্রেফতার পূর্বক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড এবং ফজল কাদের (৪৫), পিতা কবির আহমদ নামে অপর ১জনকে দুই লাখ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে উত্তোলিত বালি এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি টিম সহায়তা করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।