ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১
হাইকমিশনে হামলা ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ নিয়ে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হওয়ায় উগ্রতা দেখাচ্ছে ভারত: রিজভী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৮:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ নিয়ে নিজেদের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে না পারায় ভারত অযাচিত উদ্বেগ ও উগ্রতা প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারতকে অভিযুক্ত করে বলেন, “এ ধরনের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং এটি সীমা অতিক্রম করেছে।”

মঙ্গলবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, “ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রতিনিয়ত নির্মমতা চালানো হলেও তারা এতে কোনো অনুশোচনা বা লজ্জাবোধ করে না। অথচ বাংলাদেশে তাদের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বাধা পাওয়ায় তারা উদ্বেগ ও উগ্রতা প্রকাশ করছে, যা স্পষ্টত ডাবল স্ট্যান্ডার্ড।”

তিনি আরও বলেন, “ভারতের মুসলিম, খ্রিস্টান, নিম্নবর্ণের দলিত হিন্দু এবং শিখসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর কোনো নিরাপত্তা নেই। অথচ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, যা অগ্রহণযোগ্য।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের শীর্ষ নেতারা।

রিজভী বলেন, “ভারতের আচরণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তারা একদিকে নিজেদের দেশে সংখ্যালঘু নিপীড়ন করে চলেছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অযাচিত উস্কানিমূলক মন্তব্য করছে। এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রতিবেশী দেশের প্রতি বন্ধুত্বপূর্ণ নয়।”

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

বিএনপির নেতারা জানান, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তারা আরও কর্মসূচি পালন করবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলকেও ভারতের এ ধরনের আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

 

বায়ান্ন/পিএ