ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

বাচ্চাদের হাতে মোবাইল নয় বই তুলে দিন : জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ফেব্রুয়ারী ২০২৩ ০৫:৪৫:০০ অপরাহ্ন | জাতীয়

অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন। এখন অভিভাবকরা দেখি বাচ্চাদের খাওয়ার সময় মোবাইল হাতে দিয়ে খাওয়ান। তাদের হাতে বই দিন, মোবাইল দেবেন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলায় সিসিমপুর আয়োজিত শিশু প্রহরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ শিশুদের আমরা নিয়ে যেতে পারব। আমরা শিশু প্রাঙ্গণটাকে বেশি গুরুত্ব দিয়েছি। মেলার কিছু দিন যাওয়ার পর শিশু ও তাদের অভিভাবকরা বুঝতে পারবে স্থানটি কেমন হয়েছে। সিসিমপুর শুধু বিনোদন নয়,এটি শিক্ষারও একটি অংশ।

উল্লেখ্য, এবারের বইমেলায় শিশু প্রহরের আয়োজন করেছে সিসিমপুর। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শিশু প্রহরের উদ্বোধন করেন কথাসাহিত্যিক, বিজ্ঞান কল্পকাহিনী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল।