ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

সালমা আহমেদ, বাঞ্ছারামপুর | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০৫:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

‘জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন শিক্ষক তপন কুমার সাহা, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. রহিম, সরকারি এস.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বিজ্ঞান অনুরাগ ও সচেতনতা সৃষ্টি এবং শিশু-কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশের উদ্দেশ্যে এই মেলা আয়োজন করা হয়েছে। বক্তারা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বিজ্ঞানীরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন, যা আমাদের দৈনন্দিন জীবনে যেমন স্যাটেলাইট চ্যানেল দেখার সুবিধা প্রদান করে, তেমনি আবহাওয়ার পূর্বাভাস জানা ও পৃথিবী নিয়ে গবেষণা সম্ভব করেছে।

মেলায় ১০টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার ও উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। 

অতিথিরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব আরও বৃদ্ধি করতে হবে, যাতে নতুন প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধাগুলি সঠিকভাবে ব্যবহার করে নিজেদের ভবিষ্যত তৈরি করতে পারে।

বায়ান্ন/প্রতিনিধি/একে