ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

বানিয়াচংয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জুন ২০২২ ০৬:০৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে খেলতে গিয়ে রাহিম আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দত্তপাড়া মহল্লায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রাহিম আহমেদ ওই মহল্লার আরকান মিয়ার পুত্র।

 

বানিয়াচং থানার (ওসি) মোঃ এমরান হোসেন জানান, রাহিম আহমেদ নামে ওই যুবক দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি খলায় খেলাখুলা করছিল। এসময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হলে সে বজ্রাঘাত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশিষ রায় তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে, রাহিমকে মৃত ঘোষণার পর থেকেই হাসপাতালে তার স্বজনরা এসে ভীড় জমায়। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।