বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের খোলপটুয়া ধানক্ষেতের ইদুর মারা ফাঁদে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিরন মোল্লা(২৬) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সে ২নং বামনা সদর ইউনিয়নের পোটকাখালী গ্রামের মোঃ খলিল মোল্লা পুত্র।
ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৪ নভেম্বর শনিবার রাতে ৩নং রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রামের কামাল ফরাজী ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রাখে। উক্ত জমির উপর দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। দুপুর ১২ টার দিকে এলাকার লোকজন ঘাস কাটতে গেলে জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। বামনা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়া আসে। তার করুন মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।