ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

বামনায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা পেলো নতুন বই

মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা (বরগুনা) : | প্রকাশের সময় : সোমবার ১ জানুয়ারী ২০২৪ ০৭:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

বরগুনার বামনায় ইংরেজী নববর্ষের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পৌছে দেওয়া হয়েছে বিনামূল্যের বই। সোমবার উপজেলার সকল বিদ্যালয়ে চলেছে বই বিতরণ উৎসব। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে, ২৩টি দাখিল মাদ্রাসায় ১লাখ ১৯ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানাগেছে উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসায় ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৪৮ হাজার ৯২৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, বর্তমানে সরকার ইংরেজী বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছে। নতুন বই ছাপিয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বর্তমান সরকারের একটা চ্যালেঞ্জ ছিলো। সরকার সে চ্যালেঞ্জে সফল হয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই ছোট ছোট সোনামনিরা নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করেছে।