ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে টিসিবি পণ্য বিতরণে অনিয়নের অভিযোগ

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৩৮:০০ পূর্বাহ্ন | জাতীয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে টিসিবির ডিলার বিশ্বনাথ সাহা নামে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুওে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আমজানখোর ইউনিয়নে ১ হাজার ৬০০ জন ব্যাক্তিকে টিসিবির পণ্য বিতরণের কথা থাকলেও সেখানে টিসিবির পণ্য ৪০০-৫০০ জনকে বিতরণ করতে দেখা গেছে। টিসিবির পণ্য অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমজানখোর ইউপি সদস্য আব্দুল মতিন তার নিজস্ব ফেসবুক আইডিতে দুইটি ভিডিও পোস্ট দেন। উক্ত ইউপি সদস্য টিসিবির পণ্য বিতরণের স্থানে ডিলার বিশ্বনাথ সাহার নিকট চালান রশিদ দেখতে চাইলে সে কোনরকম চালানের রশিদ দেখাতে পারেনি। অনেক ভুক্তভোগী ¯িøপ নিয়ে গেলেও তারা টিসিবি পণ্য পাননি এবং হয়রানির শিকার হয়েছেন। টিসিবি পণ্যের একটি প্যাকেজের মূল্য ৪০৫ টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি।

টিসিবির পণ্য নিতে আসা আতাবুর রহমান রহমান বলেন, আমজানখোর ইউপি চেয়ারম্যান তালিকা দেখে আমাকে একটি ¯িøপ দিয়েছে কিন্তু এখানে আসে আমাকে পণ্য দিচ্ছেনা ডিলার ও তার লোকজনরা। তারা বলছে তালিকায় আপনার কোন নাম নেই।

টিসিবির পণ্য নিতে আসা আলিম বলেন, এরআগে আমরা টিসিবির পন্য পেয়েছিলাম। কিন্তু এবার এসে দেখি আমাদের নাম নেই তালিকায়।

ভুক্তভোগী জরিনা জানান, ইউপি চেয়ারম্যান একটি ¯িøপ দিলেও তা দেখে পন্য দিচ্ছেনা ডিলার ও তার লোকজনরা।

আমজানখোর ইউপি সদস্য আব্দুল মতিন জানান, আমজানখোর ইউনিয়নে মোট ১ হাজার ৬’শ টি টিসিবির প্যাকেজের বরাদ্দ রয়েছে। তবে ডিলার বিশ্বনাথ সাহা ৩০০-৪০০ টি প্যাকেজ নিয়ে আসে আমাদের বলে ১ হাজার ৬’শ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। আমি ও ইউনিয়নের আরও ইউপি সদস্যরা তার কাছে মাল ডেলিভারির রশিদ দেখতে চাইলে তিনি নানা রকমের কথা বলে এড়িয়ে যান। এবং টিসিবির পন্য বিতরণ নিয়ে আমাদের কোন রকমের অবহিত করেননি।

এ বিষয়ে টিসিবির ডিলার বিশ্বনাথ সাহা বলেন, তালিকাভুক্ত ১ হাজার ৬’শ জনকেই টিসিবির পণ্য দেওয়া হবে। যাদের নামের তালিকায় নেই তাদের পণ্য দেওয়া হয়নি। তালিকাভুক্ত যারা টিসিবির পণ্য পাবে না তারা আমার দোকান থেকেও পণ্য নিতে পারবেন। কতগুলো পণ্য নিয়ে আসছেন? জিজ্ঞেস করলে তিনি কোন চালান রশিদ দেখাতে পারেননি। আরও বলেন চালানের রশিদ দোকানে আছে। পরে দোকানে গেলে ডিলার চালান দেখাতে ব্যর্থ হয়েছেন। কিভাবে টিসিবি পণ্য বিতরণে তদারকিতে কে আছে? তার কোন সদুত্তর দিতে পারেননি। এবং বলেন টিসিবি পণ্য বিতরণে সবকিছু ইউএনও মহোদয় জানেন। উনার কাছে আপনারা জেনে নিয়েন। আমি কিছু জানি না।

এ বিষয়ে আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডংগা বলেন, টিসিবির পণ্য বিতরণের জন্য আমাকে কোন প্রকারের দায়িত্ব দেয়নি তাই আমি সেখানে যাইনি। আর আমি যাদের ¯িøপ দিয়েছি তাদের নাম তালিকায় দেখে দিয়েছি। এখন তাদের কেন টিসিবির পণ্য দিচ্ছে না তা আমি জানি না। তালিকা কীভাবে করা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, কীভাবে তালিকা হয়ে তা আমি ও আমার ইউপি সদস্যকে অবগত করা হয়নি।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, ইউপি সদস্য ডিলারের কাছে শুধু তালিকা দেখতে চেয়েছিল এ বিষয়ে শুনেছি।  এছাড়া অনিয়মের কোন খবর আমার জানা নেই বলে জানান তিনি।