ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

বালিয়াডাঙ্গীতে ৫'শ পরিবারের মাঝে কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ ০৭:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫'শ পরিবারে মাঝে গ্লোবাল রিলিফ ট্রাষ্টের অর্থায়নে উন্নত মানের ভারী চায়না মকম্মল কম্বল বিতরণ করা হয়েছে। 
 
শুক্রবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী  উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসা মাঠে শীতার্ত অসহায় পরিবারকে এসব কস্বল দেওয়া হয়। 
 
গ্লোবাল রিলিফ ট্রাষ্টের প্রকল্প প্রধান আতিকুর রহমান জানান, ট্রাষ্টের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে সেবামূলক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সুপেয় পানি, খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদ-মাদরাসা নির্মাণসহ জীবিকা নির্বাহের জন্য ভ্যান রিক্সা দিয়ে অসহায় মানুষদের সহায়তা করছি। আজ ৫০০ জন শীতবস্ত্র কম্বল দেয়া হলো। প্রতিটি কম্বলের মূল্য প্রায় ৩ হাজার পাঁচশত টাকা। 
 
বিতরণ অনুষ্ঠানে জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি শরিফুল ইসলামের সভাপতিত্বে গ্লোবাল রিলিফ ট্রাষ্টের প্রকল্প প্রধান আতিকুর রহমান, জিআরটির প্রতিনিধি সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, আবু হাসান দীপু সাঈদ,মুহাম্মদ আফরোজ মিয়া, ফয়সাল উদ্দীন,
খয়সর আহম্মেদ আলী ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির পরিচালক মিসবাহুল হক,  সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও আবদ্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।