ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বাল্লা স্থলবন্দরের চলমান উন্নয়ন কাজ প্রশাসনের হস্তক্ষেপে আবারও শুরু

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট : | প্রকাশের সময় : বুধবার ১৯ জানুয়ারী ২০২২ ০৮:৩৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বন্ধ হয়ে যাওয়া বাল্লা স্থলবন্দরের চলমান উন্নয়ন কাজ প্রশাসনের হস্তক্ষেপে আবারও পুরোদমে শুরু হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী কেদেরাকোটে বাংলাদেশের ২৩ তম স্থলবন্দর এলাকার কয়েকজন ভূমি মালিক একোয়ারের টাকা না পেয়ে গত মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে বন্দরের চলমান উন্নয়ন কাজে বাঁধা দিলে ঠিকাদাররা কাজ বন্ধ রাখেন।

 

এ বিষয়টি জানাজানি হলে বুধবার (১৯ জানুয়ারী) সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক সহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভূমি মালিকদের সাথে আলোচনায় বসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের, চুনারুঘাট থানার এসআই লিটন ঘোষ, জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার নুরুর রহমান হারুন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।

 

দীর্ঘ সময় ধরে সেখানকার বর্তমান বাসিন্দাদের সাথে আলাপ-আলোচনা শেষে এক পর্যায়ে উপজেলা প্রশাসনের শর্ত মেনে নেন ভূমি মালিকরা। এরপরই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পুনরায় শুরু করে।

 

গত (১৮ জানুয়ারী) রোজ মঙ্গলবার স্থানীয় জমির মালিকদের একোয়ারের টাকা পরিশোধের দাবীতে কাজে বাঁধা দিলে বাল্লা স্থলবন্দরের চলমান উন্নয়ন কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান।