যৌক্তিক ভাড়া নির্ধারণ, বিদ্যুৎ বিল জটিলতা নিরসন ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পার্কের মূল ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন ৩৫ জন বিনিয়োগকারী ও তাদের সাথে জড়িত ২ সহস্রাধিক মানুষ। এরপর বিক্ষোভ মিছিল সহকারে পার্কের মূল প্রবেশ দ্বারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, যশোর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া প্রতি স্কয়ার ফুটে ৫ থেকে ১০ টাকার মধ্যে। অথচ সফটওয়্যার পার্কে নেয়া হচ্ছে ২২ থেকে ৩০ টাকা পর্যন্ত। এছাড়া অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে। বিক্ষোভকারীরা যৌথিক ভাড়া নির্ধারণ ও বিদ্যুৎ বিল সমস্যার সমাধান ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের আশু তো হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে সমস্যা সমাধান না করে কালক্ষেপন করে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করার অভিযোগ এনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর বাবু, সাধারণ সম্পাদক শাহজালাল প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ