ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

বিশেষ শিশুদের সেবায় নিবেদিত প্রিন্সপাল শামিম ইকবাল

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ৩০ জানুয়ারী ২০২৩ ০৭:০৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেটের যুবলীগ নেতা পিন্সিপাল শামিম ইকবাল নিবেদিত হয়ে কাজ করছেন বিশেষ শিশুদের উন্নয়নে। সিলেটের শাহজালাল উপশহরের বাসিন্দা শামিম ইকবাল রাজনৈতিক কর্মকান্ডের পাশপাশি প্রতিদিনই কোনো না কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। অসহায় মানুষের পাশে দাড়ানো তার নিত্যদিনের কাজ। এই ব্যস্ততার মাঝেও তিনি বিশেষ শিশুদের জন্যে প্রতিষ্ঠা করেছেন বার্ডস। বা বাংলাদেশ ডিজেবিলিটিজ রিসার্চ এন্ড অটিজম সোসাইটি সিলেট। প্রতিষ্ঠানটি সিলেটের শাহজালাল উপশহরের ডি ব্লকের ১৪ নম্বর রোডের ২৬ নম্বর বাসায়। এই প্রতিষ্ঠানে বিশেষ শিশুরা শিক্ষা দিক্ষা নিয়ে থাকেন। এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করছেন শামিম ইকবাল।

সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের পাশপাশি বিশেষ শিশুদের সেবার কর্মকান্ড সম্পর্কে বলতে গিয়ে দৈনিক বায়ান্নকে  শামিম ইকবাল জানান এই কাজটিও সমাজসেবার মধ্যে রয়েছে। এই কাজে নিজকে নিয়োজিত করতে পারায় তিনি গর্বিত বলে জানালেন।

শামিম ইকবাল জানান, অনেক আগে থেকেই এই ধরণের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। ২০১৪ সালে ওই স্বপ্নপূরণ শুরু হয়। ২০১৪ সালে ২ এপ্রিল প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

তিনি জানান বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৪ জন শিক্ষার্থী শিক্ষা অর্জন করছেন। একজন ভাইস প্রিন্সিপাল আছেন। শিক্ষক আছেন ১৮ জন। দুপুর ১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশেষ শিশুদের শিক্ষা দেয়া হয়। একজন শিক্ষার্থীর জন্যে নিয়োজিত থাকেন একজন শিক্ষক।

বিশেষ শিশুদের শিক্ষদিক্ষা সম্পর্কে শামিম ইকবাল বলেন, প্রথমত যারা কথা বলতে পারেন না তাদেরকে কথা বলার প্রশিক্ষণ দেয়া হয়। বিশেষজ্ঞ দ্বারা এসেসমেন্ট করে চিকিৎসা নির্ণয় করা হয়। বিনোদনের মাধ্যমে আনন্দময় পরিবেশে ক্লাস করানো হয়। বিশেষ শিশুদের আচরণের উন্নয়ন ঘটানো হয়। শিক্ষা ব্যবস্থায় রয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যম। মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করা হয় পাঠদানে। অভিভাবকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ থেরাপিস্ট ও সাইকোলোজিস্ট দ্বারা পরিচালিত। অক্যুপেশোনাল থেরাপি, স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি, ফিজিওথেরাপি, মাল্টিসেন্সর থেরাপি, গ্রুপ থেরাপি ও প্লে থেরাপির ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে।