ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বিশ্বনাথে ৩ প্রবাসী সংবর্ধিত

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ জানুয়ারী ২০২৪ ০২:২১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের সিংগেরকাছ এলাকার যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শফিক উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম ও যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সকাল ১১টায় সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এবং দুপুর ২টায় সিংগেরকাছ আলিম মাদ্রাসায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

 

 

পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিংগেরকাছ আলিম মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি দৌলতুপর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. আবারক আলী।

তিনি বলেন, এলাকার প্রবাসীদের সহযোগিতায় বৃহত্তর সিংগেরকাছ এলাকা শিক্ষাক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে। প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থকলে সিংগেরকাছ এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ও শিক্ষার্থীরা আরও বহুদূর এগিয়ে যাবে।

 

 

পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিক উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্যে তারা বলেন, প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ আবারক আলী সিংগেরকাছ এলাকার শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। সমাজে আলহাজ আবারক আলীর মতো শিক্ষানুরাগীরা না থাকলে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব হবেনা।

বিদ্যালয়ের ইংরেজি প্রভাষক শফি উদ্দিন এবং মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াছে এবং সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জোবায়ের হোসাইন মজুমদার।

 

 

পৃথক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা খছরুজ্জামান, গভর্নিংবডির পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য ফখর উদ্দিন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাষ্টার আব্দুর রহিম এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী তানিয়া আক্তার শিকদার।