![](https://dainikbayanno.com/storage/1000051828.jpg)
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রাম থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আবু বক্কর (৪৭) আটক হয়েছেন।
আটক আবু বক্কর বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের মৃত চান্দালী কাজীর ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বেনাপোল বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আবু বক্করের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, আটক ব্যক্তি বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
বায়ান্ন/এসএ