ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালমারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ০৪:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

সরকারি প্রণোদনার আওতায় ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

জানা যায়, ২০২৪-২৫ রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চীনা বাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 

উপজেলার ১২টি ইউনিয়নে ৬ হাজার ৭০০ কৃষকের মাঝে প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়া ২ হাজার জনকে গম, ৫০ জনকে ভূট্টা, ৫০ জনকে চীনাবাদাম, ১৩৫০ জনকে মসুর, ৩০ জনকে মুগ, ১২০০ জনকে শীতকালীন পেয়াজ, ১০০ জনকে খেসারী বীজ দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম রাশেদুল হাসান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শওকত আলী, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রানী দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা নীপা মজুমদার।

বায়ান্ন/প্রতিনিধি/একে