মহান বিজয় অত্যাসন্ন। মুক্তিযুদ্ধের তীর্থভূমি নামে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া। মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সবক'টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ সমাবেশে অংশগ্রহণ করেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসক হায়ত-উদ্-দৌলা খাঁনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আত্মত্যাগ দিয়েছিলেন বলেই বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। দেশ স্বাধীন হওয়ার মধ্যদিয়ে দেশের মানুষের আর্থ-সামাজিক পরিবর্তন ঘটেছে। আর তা সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকার কারণেই। আমাদের সকলের উচিত জীবনের প্রতিটি মূহুর্তেই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে চলা। তাদের সম্মানিত করার মধ্যদিয়ে আমরা নিজেরাই সম্মানিত হবো। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কখনো অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই। আমি আশা করি দেশে যখনি কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠবে, মুক্তিযোদ্ধারা তখনই তাদের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদী স্বরূপকে জাগিয়ে তুলবেন।
বিজয়ের মাসে, মহান বিজয় দিবসকে সামনে রেখে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।