ব্রাহ্মণবাড়িয়ার পৃথক অগ্নিকাণ্ডে একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে জেলার আশুগঞ্জ ও আখাউড়া উপজেলা এলাকায় ঘটে এসব অগ্নিকাণ্ডের ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটার দিকে জেলার আখাউড়া উপজেলা সদরের খড়মপুর মাজার মার্কেটের একটি হোটেলের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আশপাশেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে হোটেলের রান্নাঘর, একটি মোমবাতির কারখানা এবং মাজার শরীফের অতিথি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভূক্তভোগীরা। হোটেলের রান্নান চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন।
এদিকে প্রায় কাছাকাছি সময়ে জেলার আশুগঞ্জ উপজেলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যাণ্ড সংলগ্ন জ্বালানী তেলের খুচরা দোকান মেসার্স নবী ট্রেডার্সে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা দোকানের সর্বত্র ছড়িয়ে পড়লে দোকান ও দোকানে থাকা জ্বালানী তেল ও ডিজেলের ২০টি ড্রাম পুড়ে যায়। এতে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।