ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের দাম বেশি রাখায় ডিলারকে জরিমানা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ ১০:৩৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের মূল্য ২০ টাকা বেশি রাখায় ডিলারকে করা হয়েছে জরিমানা। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে সদস্যরা জেলা শহরের পাওয়ার হাউজ রোডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
 
 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  জেলা শহরের পাওয়ার হাউজ রোডে বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার মেসার্স শেফা এন্টারপ্রাইজ/হান্নান ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোহাম্মদ রাসেলের গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ক্রেতা সেজে ফোনে কথা বললে ডিলার ৫ লিটার সয়াবিন তেলের বোতলের মূল্য ৭৬০ টাকার স্থলে ৭৮০ টাকা রাখা যাবে বলে জানান। অভিযানে গোডাউনে গেলে সদর উপজেলার রাধিকা বাজারের এক ক্রেতার কাছে পাঁচ লিটারের বোতল ৭৬০ টাকা মূল্যের সয়াবিন তেল ৭৮০ টাকায় বিক্রয় করার সময় ডিলারকে হাতেনাতে ধরা হয়। পরে এই ঘটনায় তেলের ডিলার মোহাম্মদ রাসেলকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
 
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাজমুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম ও সদর মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।