ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ভারতীয় ট্রাকে মিলল দামি মদ, চালক আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ ০২:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে আমদানিকৃত ভ‚সি বোঝাই ভারতীয় ট্রাকে মিলল ২৩ বোতল দামি মদ।এ ঘটনায় ভারতীয় ট্রাক চালককে আটক করেছে কাস্টমস কতৃপক্ষ। 

রোববার রাত সাড়ে ৭ টায় ভূসি বোঝাই ডবিøও বি-৩৩/সি ৪৯১৯ একটি ট্রাক হিলি পানামা পোর্ট অভ্যন্তরে প্রবেশ করলে অভিযান চালিয়ে ওই ট্রাকে ক্যাবিন থেকে মদ উদ্ধার করা হয় এবং গাড়ীর কাগজপত্র জব্দ ও চালকে আটক করা হয়েছে।আটককৃত গৌতম রায় এর বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লা গ্রামে। 

হিলি কাস্টমস উপ-কমিশনার মো: বায়জিদ হোসেন জানান,গোয়েন্দা সংস্থার তথ্য মতে জানতে পারি। ভারত থেকে একটি ট্রাকে মদ পাচার হয়ে আসছে।এমন সংবাদ পেয়ে পানামা হিলি পোর্টে অবস্থান কালে ভূসি বোঝাই ডবিøও বি-৩৩/সি ৪৯১৯ একটি ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ট্রাকের ক্যাবিন থেকে ২৩ বোতল দামি ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ট্রাক চালক গৌতম রায়কে আটক করা হয়েছে।

এব্যাপারে হাকিমপুর থানায় মাদক পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন কাষ্টমস কর্মকর্তা।