ব্যক্তিগত ওষুধের দোকানে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে মানববন্ধন করিয়েছে ভোলার লালমোহনের দেবিরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা। এ নিয়ে অবিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মঙ্গলবার (২০ সেপ্টেন্বর) লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর মাদ্রাসা প্রাঙ্গনে বাজারের রাস্তার উপরে ক্লাশ বন্ধ রেখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীরা জানায়, সোমবার রাতে দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নানের ওষুধের দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে ওই এলাকার মাঈনুদ্দিনের সঙ্গে হাতাহাতি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আব্দুল মান্নান শিক্ষক-শিক্ষার্থীদের উসকে দিয়ে মানববন্ধনের আয়োজন করে। এদিকে, মাদ্রাসা চলাকালীন সময়ে ক্লাশ বন্ধ রেখে রোদের মধ্যে শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে মানববন্ধন করাকে অযৌক্তিক বলে মন্তব্য করছেন অবিভাবক ও স্থানীয় সচেতন মহল।
একই সঙ্গে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন অবিভাবক। তাদের কিশোরী ও বিবাহযোগ্য মেয়েদেরকে বাজারের মধ্যে রাস্তায় ঘন্টার পর ঘন্টা রোদে দাড় করিয়ে মানব বন্ধন নামে শিশু, কিশোরী ও যুবতীদেরকে নির্যাতন ও মানসন্মান ক্ষন্ন করা হয়েছে,তারা এর বিচার দাবী করেন।
দেবির চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও: মাহবুবুর রহমান জানান, সোমবার রাতে আমাদের শিক্ষক মান্নানের ফার্মেসিতে তার ওপর হামলা করে মাঈনুদ্দিন নামের স্থানীয় এক যুবক।
এ ঘটনায় মাদ্রাসার সকল শিক্ষকদের সম্মতিক্রমে মানববন্ধন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে বলে স্বীকার করেন তিনি। তবে কারও ব্যক্তিগত স্বার্থে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর বিষয়ে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত স্বার্থে এবং মাদ্রাসার বাহিরের কোনো ঘটনা ঘটলে প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এমন ঘটনা জানা ছিল না, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।