![](https://dainikbayanno.com/storage/demo-picture/6.jpg)
ভোলায় জাল টাকাসহ মোঃ মনির (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশে। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে গত কাল (১৮ জানুয়ারী) মঙ্গলবার আদালতে সোপর্দ করে ৩দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সে ভোলা সদরের পৌর সভার ২নং ওয়ার্ডের পৌর আলগীর নুরুল ইসলাম মাষ্টারের ছেলে।
পুলিশ জানায়,তার পাশ্ববর্তী সুজন পাটাওয়ারী নামের একজনের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে, এ নিয়ে একাধীক মামলাও রয়েছে। তাকে ফাসাতে জাল টাকার ব্যবসায়ী মোঃমনির, সুজনের মটর সাইকেলের সিটের মধ্যে জাল ৮ হাজার ৫শত টাকা রেখে ডিবি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেড়িয়ে আসে। পরে সংবাদ প্রদান কারী মোঃ মনিরকে গ্রেপ্তার করে জাল টাকা কোথায় পেয়েছে জিজ্ঞাসাবাদ করলে সে দির্ঘদিন জাল টাকার ব্যবসা করে বলে শিকারক্তি দেন। মঙ্গলবার জাল টাকার আইনে জি আর মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসার জন্য ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। জাল টাকার ব্যবসা করে মোঃ মনির কয়েক কোটি টাকার মালিক বলে জানান মনির।