ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় বিএনপির গনঅশন পালিত

ভোলা প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২০ নভেম্বর ২০২১ ০৪:৪৭:০০ অপরাহ্ন | রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে ভোলা জেলা আয়োজনে আয়োজনে গনঅনশন পালিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকালে জেলা বিএনপির অফিস চত্বরে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, ইয়ারুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহসভাপতি মোঃ ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম প্রমুখ। এসময় জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।