ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় ৩নং পশ্চিম ইলিশায় নৌকার প্রার্থীকে ছাড় দেয়ার গুজব

ভোলা প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৫:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচনে ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ( আনারস প্রতীক) গিয়াস উদ্দিন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ( নৌকা প্রতীক) জহির উদ্দিনকে ছাড় দেয়ার গুজব ভিত্তিহীন।

তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে ছাড় দেননি। তার গুজবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নেতারা জানান, বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন নৌকার প্রার্থীর সাথে শতভাগ প্রতিদ্বন্দিতা করেছেন। তার বাড়ির দরজার কেন্দ্রে নিজের মেজ মেয়ে মুন্নি এজেন্ট দিয়েছেন। ৩নং ওয়ার্ড, সেখানে নৌকা -১৪৬৫ এবং আনারস-৪৫৭ভোট পেয়েছেন। ৫নং কেন্দ্রে তার  শ্বশুড় বাড়ির দরজার কেন্দ্রে এজেন্ট ছিলেন তার বড় মেয়ে জান্নাত এবং ভাবী। সেখেনে নৌকা - ৮৪৯ এবং আনারস -১৭৯ ভোট পেয়েছে। নৌকা প্রতীকে ১২৫৩৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। হাত পাখা-২০০৩ ভোট পেয়ে দ্বিতীয় এবং বিদ্রোহী প্রার্থী-১২৮২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।