ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলায় আসামি ৭৫

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২২ মার্চ ২০২৪ ০৩:৪৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ইকবাল হোসেনের পক্ষের মোহাম্মদ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরআগে ১২ মার্চ আনা মিয়া পক্ষের বিজয় আহমদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তবে দু’টি মামলা দায়ের পর এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে মসজিদের জমি নিয়ে সাবেক ইউপি সদস্য আনা মিয়া ও একই গ্রামের ইকবাল হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে।