ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মাতৃভাষা দিবসের ২ দিন পার হলেও অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী ২০২২ ০৩:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

জাতির পতাকা এখনো খামচে আছে পুরনো শকুন’ কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহের এই পঙ্কতি ফের মনে পড়ে যায় জাতীয় পতাকা অবমাননা দেখে। বিজয়ের ৫০ বছর ও ভাষা শহীদের ৬৯ বছরে এসেও লাখো শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকার ওপর এখনো যেন শকুনের কুদৃষ্টি রয়ে গেছে।

টাঙ্গাইল দুগ্ধ কারখানার অফিসে গিয়ে দেখা যায় জাতীয় পতাকা আজকেও অর্ধনমিত করে রেখেছে।

গত সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পতাকা অর্ধনমিত রাখার নিয়ম অনুযায়ী পতাকা উত্তোলন করেন টাঙ্গাইল দুগ্ধ কারখানা। আজ  বুধবার পর্যন্ত দেখা যায় পতাকা অর্ধনমিত রয়েছে। এ বিষয় টাঙ্গাইল জেলা জুরে সমালোচনার ঝড় বয়ছে ।  

বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বলেন, গায়ের রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছি যে পতাকার জন্য আজ সে পতাকার অবমাননা মানতে খুব কষ্ট হয়। একটি সরকারি অফিসে এ ধরনের ভুল কখনো মানা যায় না।  

এ ব্যাপারে জেলা দুগ্ধ কারখানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোস্তফা সারোয়ার বলেন,‘আমি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি পরবর্তীতে এ ধরনের ভুল হবে না।