ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মাদারীপুরে অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ রোমান বেপারী, মাদারীপুর : | প্রকাশের সময় : সোমবার ৬ নভেম্বর ২০২৩ ১০:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর
মাদারীপুরে অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। 
 
এতে মাদারীপুর জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন বালক বালিকা অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। 
 
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, বালক-বালিকাদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে। এর ফলে সুনাগরিকসহ ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের মঙ্গলার্থে নিয়োজিত থাকতে পারবে।
 
মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যান্যরা।