পুলিশের নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই আদেশ দেন।
সুব্রত কুমার হালদার বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, সুব্রত কুমার হালদার ২০১৯ সালে মাদারীপুর পুলিশ সুপারের দায়িত্বে থাকা কালীন সময়ে কনস্টেবল পদে নিয়োগে আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। নিয়োগ প্রার্থীদের পরীক্ষার বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে অতিরিক্ত নম্বর প্রদান করেন এবং ১৭ প্রার্থীর কাছ থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা ঘুষ নেন।
দুদকের তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এই ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বুধবার দুপুরে এই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
গত বছরের ৫ জুলাই আসামমি সুব্রত কুমার হালদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, দুর্নীতির মামলায় মাদারীপুরের সাবেক পুলিশ সুপার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
বায়ান্ন/এসবি/একে