ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

মাদারীপুরে ১৫০ পিছ ইয়াবাসহ এক যুবক আটক

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ০৩:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ পিছ ইয়াবাসহ আজিম খান (২২) নামে এক যুবকে আটক করা হয়েছে। 
 
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধায় মাদারীপুর সদর থানার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর বাজার খাদমসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত মাদক ব্যবসায়ী মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের চান খানের ছেলে আজিম খান।
 
পুলিশ জানায়, মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে এসআই (নি:) ফরহাদ রাহী মীর এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদারীপুর সদর থানার কুনিয়ার আদিত্যপুর বাজার খাদমসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৫০  পিস ইয়াবাসহ আজিম খান নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
 
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, গোয়েন্দা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে আজিম খান নামে এক যুবকে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।