ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

মাধবপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৩ নভেম্বর ২০২১ ০২:৫৪:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জনি মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে।

 

বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন বহরা ইউনিয়নের সোনাইনদীর তীরবর্তী আখালিয়া (গোবিন্দপুর) এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় বালু পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, সোনাই নদীতে অনেকগুলো ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কাজে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে একটি মহল নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক, টাক্টর যোগে পাচার করছে। এতে করে এলাকার রাস্তাঘাট নষ্ট ও পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। প্রশাসন অভিযান চালালে কিছু দিন এ কাজ বন্ধ থাকে।

 

জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’