ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

মানবিক আবেদন

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১ জুলাই ২০২৪ ০৯:১৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

১৭ বছর বয়সের সাব্বির আহমদ। সিলেট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের বাসিন্দা। বাবা আবদুল মানিক অটোরিকশা চালক। মা খুরশিদা বেগম গৃহিনী। জটিল রোগে আক্রান্ত সাব্বির আহমদকে নিয়ে এখন পুরো পরিবার অসহায় পড়েছে। সাব্বির আহমদের জটিল রোগের চিকিৎসায় প্রয়োজন মোটা অঙ্কের টাকা। কিন্তু মোটা অঙ্কের টাকা পাবেন কোথায়। যে পরিবারে অভাব অনটন নিত্যদিন লেগে থাকে। নুন আনতে পান্তা ফুরায়। সেই পরিবারের সন্তান সাব্বিরের চিকিৎসা স্বপ্নের মত। এখন পরিবারটি চেয়ে আছেন সমাজের বিত্তশালী পরিবারের দিকে। কেউ মানবিক হাত বাড়িয়ে দিলে সাব্বির আহমদের বেঁচে থাকার পথ হয়তো বেড়িয়ে আসবে। কিশোর সাব্বির এখন ঘরবন্দি হয়ে আছেন। কিছুদিন আগে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু এখানে সাব্বির আহমদের চিকিৎসা সম্ভব নয়। তাই তাকে রেফার করা হয়েছে ঢাকায়।

 

সাব্বির আহমদের পিতা মানিক মিয়া জানান শিশুবেলায় সাব্বির আহমদের হার্টে ছিদ্র রয়েছে বলে ধরা পড়ে। সে সময় থেকে স্থানীয়ভাবে চিকিৎস্ াচালিয়ে আসছিলেন। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। কিছুদিন পূর্বে অনেক অসুস্থ হয়ে পড়ে সাব্বির। ভর্তি করেন ওসমানী হাসপাতালে । এখানে সাব্বির আহমদের উন্নত চিকিৎসা নেই। এজন্য রেফার করা হয় ঢাকায়। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে সাব্বিরকে ঢাকায় নিয়ে যেতে পারছেন না। নিরুপায় হয়ে সন্তানকে বাঁচিয়ে রাখতে সমাজের বিত্তবানদের হযোগিতা কামনা করেছেন।

 

আবদুল মানিক জানান, সন্তানকে ঢাকায়ে নিয়ে যাওয়ার জন্যে তাদের কাছে গাড়ি ভাড়াও নেই। তাই সমাজের বিত্তবানদের কাছে আকুল আকুতি সাব্বিরকে বাঁচিয়ে রাখতে এগিয়ে আসার প্রার্থনা করেছেন। মহান আল্লাহতালা আপনাদের মঙ্গল করবেন।

 

সাব্বিব আহমদকে সাহায্য পাঠানোর জন্য মোবাইল ফোনের বিকাশ নম্বর ০১৩০৪৩১৮৭০৯ অথবা সোনালী ব্যাংক শাহপরাণ শাখার হিসাব নম্বর ৫৬২০০০৪০২০৬৬০।