ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

মানুষ গণঅভ্যুত্থানের অপেক্ষায় দিন পার করছে : মুজাহিদুল ইসলাম সেলিম

বিয়ানীবাজার প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ০৮:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জনগণের ভোট ও ভাতের সংগ্রাম রোধ করার জন্য সরকার মানুষের কণ্ঠস্বর রোধ করছে। নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তাদের দমন করার চেষ্টা করছে। ক্ষমতাসীনরা আজ জনসমর্থন হারিয়েছে। অথচ গোষ্ঠীগত লুটপাটের স্বার্থে এবং কৃত অপরাধের বিচার থেকে রেহাই পেতে তারা জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছে। গণতন্ত্রকে আজ হরণ করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, ভারতের গোলামির জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে পরাধীনতার জিঞ্জির ছেঁড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন এখন দু:স্বপ্নে পরিণত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। রাজনীতি এখন সঠিক জায়গায় নেই। সর্বত্র লুটেরা সিন্ডিকেটের দাপট। সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। ধনিক শ্রেণি নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আর সরকারও এই শ্রেণিকে তোষণ করে দেশ পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ইভিএমে ত্রুটি আছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। সুতরাং এসব ত্রুটি দূর করে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে হবে।

তিনি রোববার বিকেলে সিলেটের জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট মো. আবুল কাশেমের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি হিসেবে গত বছরে দেশ থেকে ৬৮ হাজার কোটি টাকা পাচার হয়েছে। সাধারণ মানুষের ভাগ্য এভাবে পাচার করার বিচার করতে ব্যর্থ হয়েছে সরকার। দেশের মানুষের জীবনযাত্রায় আজ যে অচলাবস্থা চলছে, ক্ষমতাসীনদের লুটপাটই তার জন্য দায়ী। মানুষ আজ গণঅভ্যুত্থানের অপেক্ষায় দিন পার করছে।

পথসভায় মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম, আনোয়ার হোসেন, আনিছুর রহমান, ফয়সল আহমদ, বিজিত আচার্য প্রমুখ বক্তব্য দেন।