পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ফাঁকা সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলার সিংবাড়ী বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্যের নাম মনিন্দ্র (৫০)। তিনি উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
স্থানীয়রা জানান, বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিংবাড়ি বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, ইউপি সদস্য মনিন্দ্র ও নুরুজ্জামান। এসময় দ্রুত গতিতে বাকেরগঞ্জ থেকে আসা বরগুনাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এসময় রাস্তার পাশে গাছের নিচে দাঁড়িয়ে থাকা তিনজন ট্রাকের নিচে চাপা পড়েন। তারা হলেন ৫ নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনিন্দ্র এবং নুরুজ্জামান গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনিন্দ্রকে মৃত্যু ঘোষণা করেন। আহত চেয়ারম্যান সেলিম মিয়া ও নুরুজ্জামান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।