ময়মনসিংহের মুক্তাগাছায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শিকলে বেঁধে অমানসিক নির্যাতনের প্রতিবাদ এবং নির্যাতনকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার মনতলাবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের এক পর্যায়ের এলাকাবাসী ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় খোকশিয়া, কুমারগাতা ও মনতলা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে কুমারগাতা ইউনিয়নের সংরক্ষিত নারী আসানের সদস্য জাহানারা আক্তার পলি, ভিকটিমের পিতা মুকছেদুল আলম, গণ্যমান্য ব্যক্তি ফজলুর রহমান, আসাদুজ্জামান আসাদ, ইউনুছ আলী মাস্টার, দুলাল উদ্দিন, হিরা মিয়া, ডাঃ তাহেরুল ইসলাম, বাবু সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
কুমারগাতা গ্রামের মুকছেদুল আলমের বড় মেয়ে মাহফুজা আক্তার তামান্না (২২)কে তার স্বামী মনিরুজ্জামান জামান ও পরিবারের লোকজন মিলে যৌতুকের টাকা না দেওয়ায় এবং স্বামীর অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় প্রস্তাবে রাজি না হওয়ায় শিকলে বেধে অকথ্য নির্যাতন করে। গত ২ সেপ্টেম্বর মনির তার স্ত্রী তামান্নাকে শিকল দিয়ে বেঁধে সিগারেটের আগুন দিয়ে দেহের নিম্নাংশে জলসে দেয়। তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ভিকটিমের বাবা মুকছেদুল আলম বাদী হয়ে স্বামী জামানসহ ৬জনকে আসামী করে থানায় মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামীরা ভিকটিমের পরিবারকে উল্টো হুমকি দিচ্ছে।
ঘটনার প্রতিবাদ এবং আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়। এক পর্যায়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান ও ওসি (তদন্ত) মোঃ চাঁদ মিয়া ঘটনাস্থলে গিয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। মুক্তাগাছা থানার ওসি মোঃ মাহমুদুল হাসান জানান, দ্রুত আসামী গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।