ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মুক্তাগাছায় রমরমা জুয়ার আসরে ডিবির অভিযানে ১৬ জুয়াড়ী গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : শনিবার ২১ জানুয়ারী ২০২৩ ১১:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুক্তাগাছার উত্তর রসুলপুর চান্দির বিরছার রমরমা জুয়ার আসর থেকে আন্তঃজেলা ১৬ জুয়ারীকে গ্রেফতার করেছে। 

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জেলা গোয়েন্দা ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার সিমান্তবর্তী মধুপুর সংরক্ষিত বনের ভেতরে মুক্তাগাছা উপজেলার উত্তর রসুলপুর চান্দি বিরছা নামক স্থানে বিভিন্ন জেলা থেকে আগত জুয়াড়ীদের অংশ গ্রহনে দীর্ঘদিন ধরে রমরমা জুয়ার আসর বসে আসছিল।

 

স্থানীয় কোন কোন রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ দেখা দেয়। শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আলামতসহ ১৬ জুয়াড়ীকে গ্রেফতার করে। 

 

গ্রেফতারকৃত জুয়াড়ীরা হচ্ছে, ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ঘুন্টিঈদগাহ মাঠ এলাকার মৃত আরফান আলীর পুত্র মোঃ মোখলেছুর রহমান (৫৫), নীলফামারী জেলার জলডাংগা উপজেলার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আজাহার (৫০), ময়মনসিংহ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মোঃ শফিকুল  (৪২), মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নওশের আলীর পুত্র মোঃ রুহুল আমীন (৩২), লাঙ্গুলিয়া গ্রামের ইউসুফ আলীর পুত্র মোঃ হায়দার আলী (৫০), কমলাপুর গ্রামের গোলাপ হোসেনের পুত্র মোঃ নাজমুল  (২৫), প্রান্নাথবাড়ী গ্রামের হারিবুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন কবির (২৮), চেচুয়া কুড়িপাড়া গ্রামের কাশেম আলীর পুত্র মোঃ ফিরোজ মিয়া (৩৫), পঞ্চনন্দবাড়ীর রাজ্জাকের ছেলে মোঃ লিটন মিয়া (২৮), পারুলিতলা গ্রামের রাজ্জাকের ছেলে মোঃ সুমন (২৮), মুজাটি গ্রামের সোবহানের ছেলে নজরুল ইসলাম (৪৫), পারুলিতলা গ্রামের বছির উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২৮), শহিদুলের ছেলে ফরহাদ(২৮), পাহাড়পাবইজান গ্রামের খালেকের চেলে আঃ হালি (৪০), বাশুরী গ্রামের আব্দুল মন্ডলের ছেলে সুরুজ আলী (৫০) এবং রুদ্রপুর গ্রামের আফতাবের ছেলে মোহাম্মদ আলী (৫৫)। এসময় এক ইউপি মেম্বারসহ বেশ কয়েকজন জুয়াড়ী পালিয়ে যেতে সক্ষম হয় বলে স্থানীয় সূত্র জানায়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সেখানে কোটি কোটি টাকার রমরমা জুয়ার আসর চলে আসছিল।

গ্রেফতারকৃতদের জুয়া আইনে আদালতে সোপর্দ করা হয়।