ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

মেয়র জাহাঙ্গীরের ভাগ্য নির্ধারণ আজ

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ ০৫:৪৫:০০ অপরাহ্ন | জাতীয়

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের ভাগ্য নির্ধারণ হবে আজ শুক্রবার।  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, শুক্রবারের কার্যনির্বাহী সভায় জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

 

দলীয় ‘স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তার বিরুদ্ধে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে এর আগে জাহাঙ্গীরকে নোটিস দিয়েছিল আওয়ামী লীগ। ১৫ কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। তিনি জবাবও দেন। 

 

নোটিশের জবাব নিয়ে ২২ অক্টোবর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত মনোনয়ন বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তাঁর শোকজের জবাব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাঁর জবাব আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। অনেকটা দায়সারা মনে হয়েছে। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন। 

 

উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের মীমাংসিত ইস্যু নিয়ে জাহাঙ্গীর আলম বিতর্কিত মন্তব্য করেন।

 

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়রের বিতর্কিত ভিডিওটি ছড়িয়ে পড়ে।  এই ভিডিও প্রকাশের পর মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার ও পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন করেন গাজীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

 

এরপর ৩ অক্টোবর জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।