ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মোহনপুরে প্রতিপক্ষের মারপিটে কৃষক অাহত, থানায় অভিযোগ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৬:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

রাজশাহীর মোহনপুরে প্রতিপক্ষের মারপিটে দবির মন্ডল নামের এক কৃষক গুরুতর অাহত হয়েছে। এ ব্যাপারে অাহতর ছেলে একরামুল হক বাদি হয়ে চারজনকে অাসামি করে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

অাভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে জাঙ্গালের গোভ বিলে হাটতৈড় গ্রামের রস্তম অালী ও ছেলে রাকিক হোসেন একই গ্রামের কৃষক একরামুল হকের অাট কাঠা জমির  অালু পানি দিয়ে নষ্ট করে। একরামুল হক (২৮) ও তার পিতা দবির মন্ডল (৪৮) প্রতিপক্ষের কাছে কি কারণে পানি দিয়ে অালুর খেত নষ্ট করা হয়েছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় প্রতিপক্ষ রস্তম অালী, ছেলে রাকিব হোসেন তাদের লোকজন নিয়ে একরামুল হকে বাড়ির সামনে এসে হত্যার উদ্দেশ্য কোদাল ও লাঠিসোঠা নিয়ে দবির মন্ডলকে মাপরিট করে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন অাহত অবস্থায় দবির মন্ডলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে অাইনগত ব্যবস্থা নেয়া হবে।