মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠন LIFE এর অর্থায়নে SOCIAL AID এর সহযোগিতায় চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের ৪১৯ জন চা শ্রমিকদের মধ্যে প্রত্যেককে ২৫ কেজি চাল,৩০ টা ডিম,৫ লিটার সয়াবিন তেল, ১ কেজি গুড়া দুধ, ৫ কেজি আলু,৩ কেজি মসুরির ডাল, ৩ কেজি পেয়াজ, ২ কেজি রসুন, ২ কেজি লবন ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদসহ ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠন LIFE এর কর্মীরা।
বায়ান্ন/প্রতিনিধি/একে