ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

মৌলভীবাজারে নৌকার পক্ষে মাঠে নেমেছেন সায়রা মহসীন

মৌলভীবাজার প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ১১:৫৬:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

দেশের প্রত‍্যন্ত অঞ্চলে বিদ‍্যুৎ সুবিধা, বয়ষ্ক ভাতাসহ বিভিন্ন উন্নয়ন সুবিধা চালু করেছে। এই উন্নয়ন সুবিধা অব‍্যাহত রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিন। রবিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে নৌকার মার্কার প্রার্থী খছরু আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন একথাগুলো বলেন।

মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, উপজেলা কৃষকলীগের সভাপতি সাদিকুল করিম বুলু প্রমুখ।