ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

মৌলভীবাজারে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেফতার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ ০২:৫৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার ১৩ মার্চ ২০২৪ইং, ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, কুলাউড়া উপজেলার কানেহাত গ্রামের মাসুক মিয়া লেচুর ছেলে মোঃ শাহীন আলম (৪০) ও সাইদুর রহমান (৪৪)।

দুইজন মানবপাচারকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, এপিবিএন-৭-এর মিডিয়া সেল কর্মকর্তা।