ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

ময়মনসিংহে সেঁচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৪ নভেম্বর ২০২১ ০৬:৩৬:০০ অপরাহ্ন | গণমাধ্যম

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম মিয়া (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে।  ইব্রাহিম হোসেন ওই গ্রামের জনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইব্রাহিম বাড়ির পাশের মাঠে ধানের চারায় পানি দিতে যায়। এ সময় বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।