ময়মনসিংহের ভারতীয় সিমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে ক্ষেতের ফসল বাঁচাতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. নসের আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতে উপজেলার কড়ইতলী গ্রামের কোচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নসের আলী ঐ গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বনভূমি থেকে বাংলাদেশ অংশের সমতলে নেমে এসে বন্য হাতি প্রায়ই মানুষের ফসল ও বাড়িঘরে হানা দেয়। এতে প্রচুর ফলসহানী হয়। এসব হাতি তাড়া গিয়ে অনেক সময়ই সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাতে কড়ইতলীর কোচপাড়া এলাকায় বন্য হাতির একটি দল এসে ফসল নষ্ট করতে থাকে। এসময় স্থানীয়রা আগুন ধরিয়ে, ঢাকঢোল পিটিয়ে, পটকা ফাটিয়ে আওয়াজ করে হাতি তাড়ানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে বন্য হাতির দল ক্ষিপ্ত হয়ে মানুষজনকে তাড়া করলে সবাই দৌড়ে আত্মরক্ষা করে। কিন্তু বৃদ্ধ নওসের আলী পালাতে পারেনি। এসময় বন্য হাতির পায়ের নিচে পিস্ট হয়ে নসের আলী ঘটনাস্থলেই মারা যান।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান জানান, হাতির পায়ে পিস্ট হয়ে একজন মারা গেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।