ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

যশোর মহিলা মেডিকেল কলেজে ভারতীয় ছাত্রীর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ০৬:২২:০০ অপরাহ্ন | স্বাস্থ্য

যশোরে আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজে আত্মহত্যা করেছেন সীমা জোহরা (২১) নামে এক ছাত্রী। তিনি ছিলেন ভারতীয় নাগরিক। বুধবার (১২ জানুয়ারি) ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ৫ম তলায় হোস্টেলের বাথরুম থেকে তার লাশ পাওয়া যায়। নিহত সীমা জোহরা ভারতের জম্বু কাশ্মিরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে। যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন জানান, ভোরে হাউজ কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তখন জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, সকাল সাতটা ২৫ মিনিটের দিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরা মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।