ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

রমজানে শেরপুর রক্তসৈনিকের উদ্যোগে বিনালাভে পণ্য বিক্রি

আরফান আলী, শেরপুর : | প্রকাশের সময় : রবিবার ২৪ মার্চ ২০২৪ ০২:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

‘‘রমজানে ব্যবসা নয়, মানবতাকে করুন জয়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজানে বিনা লাভে পণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে শেরপুর জেলার রক্তসৈনিক সংগঠন।

 

জেলা প্রশাসনের তত্বাবধানে জেলা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং দি বয়েজ অব আইডিটি’র সহযোগিতায় ডিসি গেইটের সামনে একটি স্টলে বিনালাভে ওই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

 

উদ্যোক্তারা জানান, স্টলটিতে তরমুজ, আনারস, আপেল, কমলা, আঙুর, খেজুর, বেলসহ বিভিন্ন ফলমূল পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে গরুর মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও এ স্টলে পাওয়া যাবে।

 

পণ্য বিক্রয়কর্মী শিক্ষার্থী আব্দুর রহমান রাব্বী বলেন, একদিকে রমজানের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা দ্বিগুণ লাভে পণ্য বিক্রি করছে। আমরা বিনা লাভে পণ্য বিক্রি করে তা ব্যতিক্রম দেখাচ্ছি। আমাদের স্কুলে ভ্রমণের জন্য বন্ধুরা মিলে টাকা জমিয়ে ছিলাম। সেই টাকা দিয়ে পণ্য কিনে বিনা লাভে বিক্রি করছি।