রাঙ্গামাটিতে অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ০৭টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ১তে বিজয়ী হয়েছেন।
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ৪টি ইউনিয়নের মধ্যে ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন,বেতবুনিয়া ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী অংক্যজ চৌধুরী এবং কলমপতি ইউনিয়নে আ.লীগের ক্যজাই মারমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার দূর্গম ফটিকছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন চাকমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
কাপ্তাই উপজেলায় চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত আ.লীগের চেয়ারম্যান প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী নির্বাচিত হয়েছেন।
রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী আদোমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রবার্ট মারমা এবং গাইন্দা ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী পুচিংমং মারমা নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করায় জনগনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।