ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

রাঙ্গামাটিতে সেনাজোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ৫ জুন ২০২৩ ০৩:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
রাঙ্গামাটি কাপ্তাই সেনা জোনের আয়োজনে অনুষ্ঠিত হল কাপ্তাই এবং রাজস্থলী উপজেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা। মতবিনিময় সভায় কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নুর উল্লাহ জুয়েল (পিএসসি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 
 
এই সময় কাপ্তাই সেনা জোনের আওতাধীন কাপ্তাই ৎ রাজস্থলী উপজেলার কাঠ ব্যবসায়ী সমিতি, পরিবহন মালিক সমিতি, সিএনজি সমিতি, ট্রাক, মিনিট্রাক ও চাঁন্দের গাড়ি মালিক সমিতি, বাজার পরিচালনা কমিটি, মৎসজিবী সমিতি'র নেতা, প্রতিনিধি এবং স্থানীয় সকল গাছ ব্যবসায়ীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
 
মতবিনিময় সভায় কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে কুশলাদী বিনিময়ের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া কাপ্তাই এবং রাজস্থলী উপজেলা হতে আগত ব্যবসায়ীগন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের অপতৎপরতা ও চাঁদাবাজি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজিসহ যেকোন ধরনের অপতৎপরতা রোধে কাপ্তাই সেনা জোন সব সময় আপনাদের পাশে রয়েছে। 
 
 
 
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক রাজনৈতিক দলের কিছু স্বার্থান্বেষি মহল পার্বত্য চট্টগ্রামের আইন-শৃংখলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য গোপনে চেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনী দেশের স্বার্ভভৌমত্বের পাশাপাশি এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষায় বদ্ধ পরিকর বলে তিনি জানান।