ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

রাজগঞ্জ বাজারে ২ পেট্রোল বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : সোমবার ৩০ অক্টোবর ২০২৩ ০৬:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে পেট্্েরাল বিক্রির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ অক্টোবর) বিকালে রাজগঞ্জ বাজারের পুলেরহাট রোডের নিরিবিলি এন্টারপ্রাইজে ও ত্রিমোহনী রোডের সাথী-বিথি স্টোরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। তিনি জানান- দোকানে মূল্য তালিকা না থাকা এবং পেট্রোল বিক্রির অনুমোদন না থাকায় রাজগঞ্জ বাজারের নিরিবিলি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ফারুক হোসেনকে ৫ হাজার ও সাথী-বিথি স্টোরের প্রোপ্রাইটর সালমা খাতুনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।