ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

রাজধানীর হাজারীবাগ থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার!

আর আই রাজিব: | প্রকাশের সময় : শনিবার ১৫ এপ্রিল ২০২৩ ০৪:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর


দীর্ঘ ০৮ বছরর পলাতক হত্যা মামলার মৃত্যুদণ্ড  প্রাপ্ত আসামিকে রাজধানীর হাজারীবাগ এলাকা হতে গ্রেফতার  করছে র‍্যাব-২।

২০১৩ সালে মাদারীপুর জেলার সদর থানাধীন পৌরসভা¯ আড়িয়ালখাঁ নদীর পাড় এলকায় বাবু তার স্ত্রী শাহজাদীকে সহযাগী উজ্জ্বল ও নাঈমসহ নির্মমভাব পিটিয় হত্যা করে।

নিহত ভিকটিমর মা ২০১৩ সাল মাদারীপুর সদর থানায় তাদর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালর মাদারীপুর থানা পুলিশ উজ্জ্বল খানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সাপর্দ করে। বিজ্ঞ আদালতর নির্দেশে  উজ্জ্বল খানলে ২০১৬ সাল পর্যন্ত জেল হাজতে আটক রাখা হয়। পরবর্তীতে ২০১৬ সাল উজ্জ্বল খান মহামন্য হাইকার্ট থেকে জামিন নিয়ে আত্মগোপনে চল যায়।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা কর উক্ত হত্যাকাণ্ডের  মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি উজ্জল খান (৩০), পিতা- মত-সুক্কুর খান, থানা-ও জেলা- মাদারীপুর’ক দীর্ঘ ১০ বছর পর গ্রফতার করে। গ্রেফতারকৃত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি উজ্জল খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে জানায় যে জামিন বের হয় নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানার জন্য এক জায়গায়  কখনো তিন মাসের অধিক সময় থাকে নাই। গ্রেফতার এড়াতে কখনো রাজমিস্ত্রি, দিনমজুর,  কারখানার শ্রমিক সেজে  নিজের নাম পরিবর্তন করে ছদ্মবেশে আত্মগোপনে থাকে। এভাবে দীর্ঘ ১০ বছররও অধিক কাল উজ্জ্বল খান পলাতক থাকে। গ্রেপ্তারকৃত  আসামি উজ্জল খান উক্ত হত্যাকান্ডর সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে।