ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভুয়া চ্যান্সেলর গ্রেফতার

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৬:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও জাতিসংঘের শিক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে মিথ্যা পরিচয়দানকারী রফিকুল ইসলামকে (৬৫) গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।সে রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় প্রতারণার মামলা করা হয়েছে।

 

রাজশাহী জেলা পুলিশের মুখপাপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইফতে খায়ের আলম জানান, প্রতারক রফিকুল ইসলাম বাগমারার অর্জুনপাড়ায় মদিনাতুল উলুম ইসলামি বিশ্ববিদ্যালয় নামের একটি ভুয়া প্রতিষ্ঠান খোলেন বছরখানেক আগে। সেখানে নিজেকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পরিচয় দিয়ে লোকজনকে চাকরি দিতে থাকেন মোটা টাকার বিনিময়ে। তিনি নিজেকে জাতিসংঘের শিক্ষা কমিশনের চেয়ারম্যানও দাবি করেন। এ সংক্রান্ত কাগজপত্র তৈরি করে বিতরণ করেন। লোকজন তার এসব পরিচয় দেখে চাকরির লোভে টাকা-পয়সা দিয়ে আসছিলেন।

 

 সম্প্রতি এলাকার লোকজন পুলিশের কাছে রফিকুল ইসলামের প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগ করেন। জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে অভিযোগের সত্যতা পায়। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। মামলার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ প্রতারক রফিকুল ইসলামের স্বঘোষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রতারণাসংক্রান্ত কাগজপত্র জব্দ করেছে।