ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬২.৮৫, আক্রান্তে মৃত্যু-২

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ৩০ জানুয়ারী ২০২২ ০৩:৪২:০০ অপরাহ্ন | স্বাস্থ্য
রাজশাহীতে রোববার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষায় ৩৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬২ দশমিক ৮৫ শতাংশ।এদিকে একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
 
রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৬০ জন রোগী। এদের মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৪ জন।এ ছাড়া হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলেও জানান তিনি।