রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম শিমুল শিহাব, তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, রাত এগারোটার দিকে সহকারী প্রক্টরের একটি দল ক্যাম্পাসে টহল দিচ্ছিল। তখন শিহাব তার এক বান্ধবীকে নিয়ে তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনে মোটরসাইকলের ওপর গল্প করছিলো। প্রক্টরের গাড়ি দেখে তারা বাইক নিয়ে পালাতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে রাত সাড়ে ১১টার দিকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌছানোর আগেই সে মারা গিয়েছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কের রক্ত ক্ষরণে সে মারা গেছে। মোটরসাইকেল দুর্ঘটনায় এর কারণ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ